ক্ষমতার লোভে
জয়নুল আবেদিন রাজু
প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১২:৪৯| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৫৫

ইতিহাস থেকে নেওয়া শিক্ষা
মানুষ ভুলে যায় ক্ষমতার লোভে।
মানুষ বোঝে নারে-
মিথ্যা অহংকার, মিথ্যা বড়াই
চোখের পলকের নাই ভরসা।।সম্পর্ক বদলে যায়
চোখের পলকে,
আপন চেনা যায় নিমিষে,
সব মানুষ দৌড়ে পালায়
আপন স্বার্থের পিছে।।আপন বলে হয় না কিছু
মানুষ বোঝে নারে!
আপন বলে দাবী করা-
নিজের জীবন সেও থাকে না,
একদিন চলে যায় অন্য বেশে!!

মন্তব্য করুন