মোহাম্মদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ২০:৫০

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ এতে কেউ হতাহত হয়নি। তবে লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার পাশের ইউল্যাব ক্যাম্পাসের বিপরীতে নন্দিতা কুটির নামে একটি প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে এই হামলার ঘটনা ঘটে৷

হোম ডেকর প্রোডাক্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির কারিগর মো. মমিনুর রহমান বলেন, ‘বুধবার আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল। চারদিকে ঝামেলা৷ সবার নিরাপত্তার বিষয়টা চিন্তা করে মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ রাখে৷ কিন্ত বুধবার রাত ৮টার দিকে কিছু লোকজন এসে কারখানায় হামলা চালায়।’

প্রতিষ্ঠানটির ডেলিভারি ম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা কেউ ছিলাম না। আশপাশের মানুষের ফোন পেয়ে আসছি৷ এসে দেখি, ফ্যাক্টরির রুমের বাইরে যা ছিলো সব তারা লুটপাট করে নিয়ে গেছে৷ ভেতরে ভাঙচুর চালিয়েছে।’

নন্দিতা কুটির এর মালিক কাজী রফিক বলেন, ‘হামলাকারীদের বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছি। সবাই স্থানীয় মানুষ। এরা মূলত চোর ছিনতাইকারী৷ আমাদের লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘মানুষের জান-মালের নিরাপত্তা নেই। থানায় পুলিশ নেই৷ স্থানীয় মানুষজন নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছে৷ এর মধ্যেও এক শ্রেণীর মানুষ লুটপাটে ব্যস্ত। তাদের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এমআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :