মোহাম্মদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ২০:৫০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ এতে কেউ হতাহত হয়নি। তবে লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার পাশের ইউল্যাব ক্যাম্পাসের বিপরীতে নন্দিতা কুটির নামে একটি প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে এই হামলার ঘটনা ঘটে৷

হোম ডেকর প্রোডাক্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির কারিগর মো. মমিনুর রহমান বলেন, ‘বুধবার আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল। চারদিকে ঝামেলা৷ সবার নিরাপত্তার বিষয়টা চিন্তা করে মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ রাখে৷ কিন্ত বুধবার রাত ৮টার দিকে কিছু লোকজন এসে কারখানায় হামলা চালায়।’

প্রতিষ্ঠানটির ডেলিভারি ম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা কেউ ছিলাম না। আশপাশের মানুষের ফোন পেয়ে আসছি৷ এসে দেখি, ফ্যাক্টরির রুমের বাইরে যা ছিলো সব তারা লুটপাট করে নিয়ে গেছে৷ ভেতরে ভাঙচুর চালিয়েছে।’

নন্দিতা কুটির এর মালিক কাজী রফিক বলেন, ‘হামলাকারীদের বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছি। সবাই স্থানীয় মানুষ। এরা মূলত চোর ছিনতাইকারী৷ আমাদের লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘মানুষের জান-মালের নিরাপত্তা নেই। থানায় পুলিশ নেই৷ স্থানীয় মানুষজন নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছে৷ এর মধ্যেও এক শ্রেণীর মানুষ লুটপাটে ব্যস্ত। তাদের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা