ভাষাশহিদদের প্রতি ড.ইউনূসসহ উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
বেলা ১১টা ১৫ মিনিটে প্রথমে ড. ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে অন্য সব উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনে শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এফএ)