মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিলেন ডিপজল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১৫:৩৩

দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তায় এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যসহ নানা শ্রেণির মানুষ।

এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। হিন্দু সম্পদায়ের ধর্মীয় উপসানালয়ের নিরাপত্তায় তার লোকজন রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টা রুখে দিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রতি বিনষ্ট হতে দেবেন না তিনি।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন ‘মুভি লর্ড’ খ্যাত এই অভিনেতা ও প্রযোজক।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :