ভারতে ল্যাকমের আয়োজনে সম্মানিত বাংলাদেশের মডেল রিফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ২১:৪৫
অ- অ+

বাংলাদেশের তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাতের আন্তর্জাতিক অঙ্গনে কাজের যাত্রা শুরু হয় গত মাসেই। প্রতিবেশী দেশ ভারতের ‘মুম্বাই ফ্যাশন উইক- এর মতো সম্মানজনক ফ্যাশন হিভেন্টে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রাই-ক্রিসরির পোশাকে ‘মুম্বাই ফ্যাশন উইক- এর মঞ্চে হাটেন রিফাত। শুধু তাই নয়, এই ডিজাইনারের নতুন কালেকশনের ফটোশ্যুটেও মডেল হয়েছেন তিনি। একই সফরে রিফাত অংশ নেন কলকাতার ফ্যাশন অঙ্গনের স্বনামধন্য আয়োজন ‘ল্যাকমে একাডেমি সল্ট লেক প্রেজেন্টস ফ্যাশনোভা সিজন ৫-এ। এই আয়োজনে একজন সাধারণ মডেল হিসেবে নয়, একেবারে শো স্টপার হিসেবে র‌্যাম্পে হাটেন তরুণ এই মডেল। তার কাজ ও মেধার প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা রিফাতকে বিশেষ সম্মাননাও প্রদান করেছে।

রিফাত বলেন, ‘বাংলাদেশের মডেল হিসেবে নিজের দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দেশের বাইরে থেকে সম্মাননা পেয়ে আমি আরও বেশি আনন্দিত ও অনুপ্রাণীত বোধ করছি। সামনে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে কাজের কথা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২’-এ বিজয়ের মধ্য দিয়ে। সম্প্রতি এই তরুণ মডেল আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথেও কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা