প্যারিস অলিম্পিকের জমকালো সমাপনী অনুষ্ঠানে যা থাকছে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৪:১২
অ- অ+

দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত অলিম্পকের এবারের আসরের মিলনমেলা ভাঙছে আজ। ফ্রান্সের প্যারিসে দু’সপ্তাহের বেশি সময় ধরে চলমান প্রতিযোগিতার পর্দা নামবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেখানে বিদায়বেলায় চমক দিতে চায় ফ্রান্স। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠান শুরু হবে রাত একটায়। অলিম্পিক পতাকা তুলে দেয়া হবে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে।

সাম্যের বার্তা দিয়ে দারুন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস। বড় রকমের সমালোচনা কিংবা প্রশ্ন ছাড়াই শেষ হয়েছে মাঠের ক্রীড়াযজ্ঞ।

বিগেস্ট শো অন আর্থের পর্দা নামার পালা এবার। সফল আয়োজনের কারনে সমাপনী অনুষ্ঠান নিয়েও প্রত্যাশা আকাশচুম্বী। তবে শুরুর মত শেষ আয়োজনও লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। পরিচালক থমাস জলি অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন একটা স্বপ্নের জগৎ-এর মধ্য দিয়ে যাবেন ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠান সেন নদীর তীরে উন্মুক্তস্থানে হলেও সমাপনীর জন্য বেছে নেয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্সকে।

২০২৮ আসরের আয়োজক লস এ্যাঞ্জেলেস বলে হলিউডের একাধিক তারকাকে দেখা যেতে পারে সেখানে। সবচেয়ে বড় চমক হতে পারে হলিউড লেজেন্ড টম ক্রুজের স্টান্ট শো। এছাড়াও বিলি এলিশ, স্নুপ ডগদের মত মেগা স্টারদের দেখা যেতে পারে পারফর্ম করতে। গুঞ্জন আছে বিয়ন্সে, টেইলর সুইফটদের উপস্থিতি নিয়েও।

নারী ম্যারাথনের পদক বিতরণ, অ্যাথলেট, সেচ্ছাসেবীদের মিলনমেলা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য থাকছে নিয়ম মেনে।

সবশেষে প্যারিসের মেয়র আনি দালগো অলিম্পিকের পতাকা হস্তান্তর করবেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসকে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা