জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি হলেন আব্দুর রউফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এপিডি অনুবিভাগে পদায়ন করা হলো।
আব্দুর রউফ জনপ্রশাসনের আইন অনুবিভাগে কর্মরত ছিলেন। প্রশাসনে নিয়োগ, পদোন্নতি, বদলি,প্রেষণ, ওএসডি- এসব কার্যক্রম এপিডি অনুবিভাগ থেকে হয়ে থাকে।
এর আগে এ পদে থাকা নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করা হয়েছে।
ঢাকাটাইমস/১১আগস্ট/ইএস

মন্তব্য করুন