উপাচার্যও গেলেন, বাকৃবিতে পদত্যাগের হিড়িক

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পদত্যাগের হিড়িক পড়েছে। ইতিমধ্যে উপাচার্যসহ অন্তত ডজনখানেক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
রবিবার সর্বশেষ পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চ-শিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক পদত্যাগ করেন।
আর ৫ আগস্ট সরকার পতন হলে ওই দিন বিকালেই পদত্যাগ করে প্রক্টরিয়াল বডি। সর্বশেষ ১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যের পদত্যাগের বিষয়টি সামনে আসে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/মোআ)

মন্তব্য করুন