টেকনাফে ২৯ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
মিয়ানমারে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের কারণে নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে সহায়-সম্বল নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকালে সীমান্তে ২৯ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার রাত সাড়ে ৮টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া সংলগ্ন মগ পাড়ার ডা. সাইফুদ্দিন খালেদ ওরফে ডাক্তার কালুর ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা করে।
গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়া উপজেলার ১৩নং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের মন্ডু সুধা পাড়ার মৃত মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।
বিজিবি জানায়, ওই বাসাতে কতিপয় রোহিঙ্গা নাগরিক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা কর। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াহিয়া খান ও আনোয়ার সাদেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ২৮ কোটি ৭৫লক্ষ টাকা মূল্যমানের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশি টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে আসামিদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েক ধরে মিয়ানমার সীমান্তের বিভিন্ন গ্রাম ও পয়েন্টে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হামলা ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। বাধ্য হয়ে ওইসব এলাকার রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের এ দেশে অনুপ্রবেশ করতে কতিপয় আদম পাচারকারী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)