দেশ ছাড়লেন ববিতা, কোথায় গেলেন অভিনেত্রী?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৭:১৭

কয়েকদিন আগেই গোটা বাংলাদেশ ছিল যেন একটা যুদ্ধক্ষেত্র। ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং স্বাভাবিক। তারই মধ্যে দেশ ছাড়লেন সোনালি দিনের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা।

কোথায় গেলেন রেকর্ড আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী?

জানা গেছে, কানাডায় গেছেন ববিতা। গত শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে উড়াল দেন তিনি। কানাডায় থাকেন ববিতার একমাত্র সন্তান ছেলে অনিক। সেখানে প্রায়ই যান তিনি।

কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন ববিতা। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চার দিন। সুস্থ হয়ে গত ২২ জুলাই বাসায় ফেরেন। তারপর থেকেই ছেলের কাছে যাওয়ার জন্য মন ছুটে গিয়েছিল তার। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির জন্য যেতে পারেন।

অবশেষে সেই অস্থিরতা কেটে যাওয়ায় উড়াল দিলেন নায়িকা। যাওয়ার আগে ববিতা গণমাধ্যমকে বলেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’

ববিতার ছেলে অনিক ছোটবেলা থেকেই কানাডায় পড়াশোনা করতেন। পড়াশোনার পাঠ চুকিয়ে বর্তমানে চাকরি করছেন সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ববিতা সময়-সুযোগ পেলেই দেশ থেকে এটা-ওটা বানিয়ে নিয়ে ছেলের কাছে ছুটে যান। কিছুদিন থেকে আবার ফিরে আসেন।

তবে এবার কি সহসাই ফিরবেন? দেশের যে টালমাটাল অবস্থা, তাতে অসহযোগ আন্দোলনের ভেতরেই অনেকে দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ববিতা কি বিগত সময়ের মতো বেড়াতে গেলেন নাকি বরাবরের জন্য? তা অবশ্য পরিষ্কার করে যাননি অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :