অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৫:৫০ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৫:১৭

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার সকাল পর্যন্ত তারা পদত্যাগ করেন বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।

এর আগে গত মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরে বৃহস্পতিবার আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী এবং এস এম মুনীর পদত্যাগ করেন।

প্রসঙ্গত, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এর মধ্যে বাদ যায়নি আদালত প্রশাসন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রথমে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিনে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি। একাত্তরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এই প্রথম এমন ঘটনা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ছাত্রদল নেতা জনি হত্যা: আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ডে

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ সংবিধান সংশোধন খুবই জরুরি: অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষী আনতে সময় নিল দুদক

সাবেক এমপিকে হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জ্যাবকসহ ৭ জনের নামে মামলা

ইনু মেনন পলক ও মামুনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাইকো মামলার শুনানি আজ, সাক্ষীরা না এলে কি খালাস পাবেন খালেদা জিয়া?

আরও চার দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফী

সাবেক এমপির ২ পুত্রের হামলার শিকার ব্যবসায়ী, আদালতে মামলা

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে শৃঙ্খলা মানার নির্দেশনা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :