অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সোমবার সকাল পর্যন্ত তারা পদত্যাগ করেন বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।
এর আগে গত মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরে বৃহস্পতিবার আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী এবং এস এম মুনীর পদত্যাগ করেন।
প্রসঙ্গত, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এর মধ্যে বাদ যায়নি আদালত প্রশাসন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রথমে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিনে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি। একাত্তরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এই প্রথম এমন ঘটনা।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)