পদত্যাগ না করায় নোবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৮:৫৯
অ- অ+

আল্টিমেটাম অবাঞ্ছিতের পরেও পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক . আব্দুল বাকী রেজিস্ট্রার মো. জসিম উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে ভিসির বাংলোর দিকে যায়। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ব্যাঙ্গাত্মক স্লোগান দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যেখানে পুরো দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। ওনাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন বলেন, ভিসি, প্রো-ভিসি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। আজ তাদের কুশপুত্তলিকা দাহ বিক্ষোভ সমাবেশ করেছি। উনারা অনেকদিন যাবৎ ক্যাম্পাসে আসেন না। উনারা যদি আমাদের বর্তমান কর্মসূচির পরও পদত্যাগ না করে আমরা আরও কঠোর হব। বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিবে শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা