নারায়ণগঞ্জের এসপিকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১:১৩ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৯:৫৭

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় এসপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে পুলিশিং কার্যক্রম চালু করার নির্দেশনা দেন। তিনি বলেন, পুরোপুরি সম্ভব হতে দেরি হলেও স্বল্প পরিসরে আপাতত পুলিশিং সেবা চালু করা হোক।

শিক্ষার্থীদের পাশে থেকে সামনের দিনগুলোতে কাজ করার কথা জানিয়ে এসপি বলেন, শিক্ষার্থীরা খুব ভালো কাজ করছেন। নিজ উদ্যোগে তারা যে কাজগুলো করেছেন সেটি প্রশংসনীয়। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখবো।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওসি অপারেশন হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানায় হামলা-ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে পুলিশি কার্যক্রম বন্ধ থাকে।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :