বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বেলজিয়াম আ.লীগের সভা
বাংলাদেশে শান্তি, গণতান্ত্রিক পরিবেশ, সহিষ্ণুতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বেলজিয়াম আওয়ামী লীগ এক সভার আয়োজন করেছে।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত এক সপ্তাহে বাংলাদেশে চলমান ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতির আশু সমাধানসহ দেশে শান্তি, সহবস্থান ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা চলমান সহিংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্যও জোর দাবি জানান।
তারা বলেন, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সভার শুরুতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, সহ সভাপতি আব্দুস সালাম সহসভাপতি নিরঞ্জন রায়, জহির খান, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়াজ মুর্শেদ, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ বাবুল, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, মর্তুজা রানা, টিপু, আরিফুল ইসলাম, রিফাত, এন্টর্প আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, আওয়ামী লীগ নেতা আতিক চৌধুরী, স্বপন, নাথান চৌধুরী ও শাফিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)