খানিক বাদে শপথ নেবেন আপিল বিভাগের নতুন চার বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১০:৩৪| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:৩৮
অ- অ+

কিছু সময় পরই শপথ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ।

চার বিচারপতি হলেন- জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হক।

এই শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে চার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। একইদিন বিকালে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২, ত্রাণপ্রার্থীদের ওপর হামলায় ক্ষোভ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
সাতক্ষীরায় করোনা রোগী শনাক্ত  
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, নগদ অর্থ-গাড়িসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা