খানিক বাদে শপথ নেবেন আপিল বিভাগের নতুন চার বিচারপতি
কিছু সময় পরই শপথ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ।
চার বিচারপতি হলেন- জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হক।
এই শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।
সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে চার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
এর আগে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। একইদিন বিকালে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)