১৫ আগস্ট: কী করবে দিল্লির বাংলাদেশ হাইকমিশন? চেয়ে আছে ঢাকার দিকে

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:১১ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১১:১৭

১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আগেই। পরে তা স্থগিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত ‘জাতীয় শোক দিবস’ বহাল থাকবে কি না সে বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দিনটির বাকি রয়েছে আর মাত্র দুদিন। এখন কী করবে হাইকমিশন? তাই ঢাকার দিকে চেয়ে আছেন তারা।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করে। সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজনন করা হয়েছিল। গত ২ আগস্ট হাইকমিশনারের কার্যালয় থেকে দিল্লিতে সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক কূটনীতিবিদ ও সেনা কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্রও পাঠানো হয়।

আমন্ত্রণপত্রে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু: বিশ্ব শান্তি ও মানবতার এক মূর্ত প্রতীক’– এই বিষয়ে দূতাবাসে ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু এর তিন দিনের মাথায় দেশে বড় পট পরিবর্তন হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। পরদিনই দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের আবারো চিঠি ও ইমেইল পাঠিয়ে বলা হয়, অনিবার্য কারণবশত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানসূচি স্থগিত করে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সোমবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানায়, দূতাবাস কর্তৃপক্ষ ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করবে কি না, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা। সেটা এলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শেখ হাসিনার পতনের দেশে-বিদেশে সরকারি অফিস-আদালত, দূতাবাস-মিশন থেকে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি নামানো হলেও এখনো দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বহাল তবিয়তে রয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

সোমবার রাতে হাইকমিশনার মুহম্মদ মুস্তাফিজুর রহমান দিল্লিতে গণমাধ্যকে বলেছেন, “দূতাবাসে আমার কক্ষে বঙ্গবন্ধুর ছবি যেমন আগে ছিল এখনো তেমনই আছে, চাইলে আপনারা এসে দেখেও যেতে পারেন।”

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কারাগারে ডিভিশনে পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :