শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন হাবিবুর রহমান

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:০৫ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১১:২২

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান।

সোমবার পৌর ভবনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলরদের এক জরুরি সভায় হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন কাউন্সিলররা।

পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির পর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ১ নম্বর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ২ নম্বর প্যানেল মেয়র কামাল হোসেন অনুপস্থিত থাকার কারণে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এমতাবস্থায় পৌরবাসীর সেবা ও অফিসিয়াল কাজকর্মের গতি আনয়নের জন্য উপস্থিত কাউন্সিলরদের নিয়ে এক জরুরি আলোচনা সভা আহ্বান করা হয়। আলোচনা সভায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানকে ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনকে ২ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

সভায় উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার কার্যক্রমকে সচল রাখার জন্য ১ নম্বর প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :