বগুড়ায় মুদি দোকানিকে গলাকেটে হত‌্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১২:৩১| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৫
অ- অ+

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে বাবর আলী নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় বাবর আলীকে হত্যা করে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবরের আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে৷ সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়৷ পরে আজ সকালে স্থানীয় লোকজন ওই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বাবরের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধ‌ার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে নারুলী ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত‌্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা