সিদ্ধিরগঞ্জের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি
বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অগণিত। তাদের স্মৃতিকে ধরে রাখতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরছেন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা।
টানা এক মাস ছয় দিনের আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে। তবে, পদত্যাগের দেশব্যাপী ব্যাপক সহিংসতা হয়েছিল। এতে মৃত্যু হয়েছে শিক্ষার্থীসহ বহু মানুষের। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।
শিক্ষার্থী ও জনতার ভাষ্যমতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর নতুন করে দেশ স্বাধীন হয়েছে।
সোমবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিভিন্ন ব্যানার এবং যেসব দেয়ালে বিভিন্ন স্লোগান লিখা ছিল সেসব মুছে ফেলা হয়েছে। ওইসব স্থানে শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও সাধারণ মানুষের মৃত্যুসহ নানা ঘটনার চিত্রাঙ্কন করেছেন। যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সচেতন মহলে। বাহাবা পাচ্ছে সর্বত্র।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের দেয়ালে চিত্রাঙ্কনের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা নিজ অর্থায়নে এইসব গ্রাফিতি এঁকেছেন। সুশৃঙ্খলভাবে গড়ে তোলার চেষ্টা করছেন নতুন এক নগরী।
দেয়ালে গ্রাফিতি করাকালে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা তাদের এইসব কর্মকাণ্ডকে দায়িত্ব মনে করছেন বলে জানিয়েছেন। বলেন, দেশটাকে নতুন করে গড়ে তোলা তাদের দায়িত্ব। তারা আগামীর বাংলাদেশ চায় সুশৃঙ্খল, এবং গোছানো।
নবম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া বলেন, আমি গেলো কয়েকদিন যাবত সড়কে ট্র্যাফিকের ভূমিকায় কাজ করেছি। এর পাশাপাশি চিটাগাং রোডের এবং আমাদের স্কুলের সামনের বিভিন্ন দেয়ালে বড় ভাইয়া আর আপুদের সঙ্গে আঁকাআঁকি করেছি।
সুমাইয়া নামের আরেক শিক্ষার্থী বলেন, আমার পরিবার থেকেই আমাকে পাঠিয়েছে। আমরা সকল বান্ধবীরা একত্রিত হয়ে এ গ্রাফিতি আঁকছি। এখন দেয়ালগুলো বেশ সুন্দর লাগছে।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)