ইতালিতে অত্তাভিয়ানো বিডি একতা সংঘের বার্ষিক বনভোজন
ইতালির রোমে কমিউনিটিকে এগিয়ে নিতে বিশেষ অবদান রাখা সামাজিক সংগঠন অত্তাভিয়ানো বিডি একতা সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
প্রবাস জীবনের ক্লান্তি মুছে, আগামীতে নতুন উদ্যোমে এগিয়ে যেতে ৪টি বাসে প্রায় ২ শতাধিক প্রবাসীদের নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পার্কো দি গ্রাস্সানোতে অত্তাভিয়ানো বিডি একতা সংঘের এমন আয়োজন।
অত্তাভিয়ানো বিডি একতা সংঘের সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল হোসাইন আলমাছ ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রুবেল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বনভোজন।
এছাড়াও আয়োজনে সহযোগিতায় ছিলেন সংগঠনের নুর হোসেন, শরিফুল ইসলাম, জহিরুল হক, মামুন হোসেন, মো. সালাউদ্দিন, মো. তাজুল ইসলাম, নয়ন মাহমুদ, কাদের খান আবির, বেলাল বেপারী, মোকলেছুর রহমান, ফারুক হোসেন, মুরাদ রহমান, মাজারুল ইসলাম, সাইফুল ইসলাম, শফি উল্লাহ চৌধুরী, আখের উল্লাহ, গাজী সাইফুল ইসলাম, মো. নূরে আলম, খোরশেদ আলম, মনির হোসেন ও গাজী শাকিল।
ঐক্যবদ্ধ সমাজ গঠনে প্রবাসের মাটিতে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে তথা, বাংলাদেশকে মর্যাদাময় অবস্থানে নেয়ার উদ্দেশ্যে, আগামীতে আরো গঠনমূলক কাজ করার কথা জানান রোমের অত্তাভিয়ানো বিডি একতা সংঘের নেতৃবৃন্দ।
সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এবং প্রবাস জীবনের ক্লান্তি দূর করতে. পরিবার-পরিজন নিয়ে আনন্দ উল্লাসে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা।
বনভোজনে বিভিন্ন পর্বে মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের হাড়িভাঙ্গা সহ সকল বয়সীদের খেলার আয়োজনের পাশাপাশি ছিল আর্কষণীয় গ্র্যান্ড র্যাফেল ড্র। পরবর্তীতে সকল বিজয়ীদের পুরস্কৃত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)