চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৪৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ সর্দার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়িতে (দোয়াবাড়ি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত আবদুল্লাহ ওই বাড়ির মো. আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারি কাউছার আলম জানান, বিদ্যালয় এলাকায় খেলতে এসে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। এরপর পুকুরে শিশুর মৃতদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, আবদুল্লাহ নামে শিশুটিকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :