আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে ছিল না কোনো আইনজীবী
এমপি মন্ত্রী হওয়ার আগেই আইন পেশায় খ্যাত ছিলেন আনিসুল হক। গ্রেপ্তারের পর আদালতে তার পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শুধু তিনিই নন, তার সঙ্গে গ্রেপ্তার সালমান এফ রহমানের পক্ষেও কোনো আইনজীবী ছিল না আদালতে।
বুধবার সন্ধ্যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই দুই মন্ত্রী-উপদেষ্টাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
এর আগে মিন্টো রোডে ডিবি অফিস থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও দুজনকে লক্ষ্য করে অনেক ডিম নিক্ষেপ করা হয়।
আগের দিন মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট থেকে শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করে পুলিশ।
পরে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত এক যুবকের হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখায় নিউমার্কেট থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতে তোলার আগে তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন সালমান এফ রহমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।
২০১৮ সালে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন সালমান এফ রহমান। পরে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পান।
প্রবল গণআন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। সালমান এফ রহমান ও আনিসুল হকও আত্মগোপনে ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/কেএম/ডিএম)