নিহত ইশমামের ভাইয়ের চাকরি দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫১ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ২০:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইশমামের বড় ভাই মুহিবুল হককে চট্টগ্রাম জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে চাকরি দিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘গত সোমবার আমরা চট্টগ্রামের লোহাগাড়ার নিহত ইশমামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি এবং সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ নিহত ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র নিহত ইশমাম নয়, আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দিব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’

নিহত ইশমামের বড় ভাই মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দু'দিনের মাথায় নিয়োগপত্র পেলাম, জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।’

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ, লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিলেটে মাজারে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে গণতান্ত্রিক সংলাপ

সরকার পতনের পর সিদ্ধিরগঞ্জে ১৩ হত্যাসহ একমাসে ৩৯ মামলা

গাইবান্ধায় গ্রেপ্তারের পর আতঙ্কগ্রস্ত হয়ে দুজনের মৃত্যু

কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে চাটখিলে মানববন্ধন

চাঁদপুরে থানায় ছাত্রদের হট্টগোল, অসুস্থ হয়ে ওসি হাসপাতালে

৬ বছর আগে হামলায় পঙ্গু, রাঙ্গাবালীতে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১৩৩ জনের নামে মামলা

হরিরামপুরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৩৬৫ বসতঘর

এই বিভাগের সব খবর

শিরোনাম :