এবার মুক্তি পাবে সেই আলোচিত ‘রানা প্লাজা’, আশা পরিচালকের

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১১:৫৩| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:০০
অ- অ+

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধস গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। অসংখ্য গার্মেন্টসকর্মীসহ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন ভয়ানক ওই ঘটনায়। আহত হয়েছিলেন আরও বেশি। সে সময় ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয় রেশমা নামে একটি মেয়েকে। যা ছিল একটি খুবই আশ্চর্যের।

সেই রানা প্লাজা ধস এবং রেশমাকে উদ্ধারের কাহিনি নিয়ে ২০১৩ সালেই ‘রানা প্লাজা’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন নির্মাতা নজরুল ইসলাম খান। কিন্তু ১১ বছরেও সেই সিনেমা মুক্তির আলো দেখেনি। হাইকোর্টে রিট করে একবার ছাড়পত্র পেলেও সিনেমাটি প্রদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়ে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

ওই সময় সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ ছিল প্রবল। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা নজরুল হাইকোর্টে রিট করেন। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ওই বছরের ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন সিনেমাটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নির্মাতা নজরুল। তিনি স্ট্রোকও করেন।

এরপর ‘রানা প্লাজা’র মুক্তি নিয়ে আশা ছেড়েই দিয়েছিলেন এই পরিচালক। তবে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে তিনি ফের আশায় বুক বাঁধছেন। অন্তর্বর্তীকালীন এই সরকার তার সিনেমাটিকে ছাড়পত্র দেবে, সেটি মুক্তির আলো দেখবে, এমনটাই প্রত্যাশা করছেন নজরুল ইসলাম।

এই নির্মাতা জানিয়েছেন, আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ‘রান্না প্লাজা’কে আবার সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তার অভিযোগ, ‘বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ সিনেমা। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধাজ্ঞা আছে। হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি।’

নজরুল ইসলাম বলেন, ‘এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো।’

‘রানা প্লাজা’ প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস। ২০১৩ সালে রান্না প্লাজা ধসের ওই ভয়াবহ ঘটনার আলোচিত নাম রেশমার ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সায়মন সাদিক।

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, প্রয়াত মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান ও শিরিন আলমসহ অনেকে। ‘রান্না প্লাজা’র সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান ও কণা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদে ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবহৃত সরঞ্জামসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঈদে র‍্যাবের তিন স্তরে নিরাপত্তা, সাদা পোশাকের পাশাপাশি থাকবে স্ট্রাইকিং ফোর্স
বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে রওনা হয়েছেন হামজা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা