শেখ হাসিনার বিচার দাবিতে দিনাজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ০০:১৪
শেখ হাসিনার বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা, শহর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, আবু বক্কর সিদ্দিক, মোন্নাফ মুকুল, মাসুদ ও জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)