সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন।
উক্ত সভায়, ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধি-বিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজশর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট সেক্টরে শিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া শেষ প্রান্তিকে কু-ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়।এছাড়াও ব্যবসায়িক পর্যালোচনা সভাতে শাখা ব্যবস্থাপকদেরকে গুজব সর্ম্পকে সর্তক থাকতে বলা হয়। গ্রাহকদেরকে সঠিক তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নির্ভর করার জন্য এবং গুজবে বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অনেক সময়ে মিথ্যা তথ্য প্রচার সমাজে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে এই অভিমত ব্যক্ত করা হয়।
গ্রাহকের আস্থার প্রতীক সাউথইস্ট ব্যাংক স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় সকল তারল্য সূচকে একটি শীর্ষ স্থানীয় ব্যাংক হিসেবে ২৯ বছর সুনাম এবং সুখ্যাতি বজায় রেখেছে। এই সময়ে স্থানীয় মুদ্রা (টাকায়) এবং বৈদেশিক মুদ্রার দায় নিষ্পত্তিতে কখনো বিলম্ব বা ব্যর্থতার একটি নজিরও নেই। সাউথইস্ট ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থার ফলশ্রুতিতে আমানত এবং বৈদেশিক বাণিজ্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরে কর্ষ্টাজতি অর্থের নিরাপদ সংস্থান হিসাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়।
সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

মন্তব্য করুন