কালোটাকা সাদা করার সুযোগ গ্রহণযোগ্য নয়: এনবিআর চেয়ারম্যান

​​​​​​​বিশেষ প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ২১:৪৯| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:৫৯
অ- অ+

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, এই ধরনের সুযোগ দুর্নীতির বিস্তার ঘটায় এবং সৎ করদাতাদের মনোবল ভেঙে দেয়।

রবিবার আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ে যোগদান করে আবদুর রহমান খান সাংবাদিকদের এসব বলেন। তবে এটি তার ব্যক্তিগত মতামত বলেও জানান তিনি।

রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধেও এনবিআর যথাযথ ব্যবস্থা নেবে।

আবদুর রহমান খান বলেন, ‘অশোভন কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতিকে গ্রহণ করার পাশাপাশি সৎ করদাতাকে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তাহলে খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’

এনবিআরের ত্রুটিপূর্ণ লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘গরিবের ওপর চাপানো হচ্ছে করের বোঝা। তাই রাজস্ব সংক্রান্ত আইন আধুনিকায়নে ৩টি টাস্কফোর্স করা হবে যা ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে। এনবিআরে সংযোগ হবে নতুন নীতিমালা।’

করের আওতা বাড়ানোর পাশাপাশি ট্যাক্স পেয়ার এডুকেশনে জোর দেওয়া ও পাঠ্যশ্রেণিতে কর ব্যবস্থা সংযোজনের উদ্যোগের কথাও জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/কেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা