দীপু মনি আটক হওয়ায় চাঁদপুরে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ০৮:৪১
অ- অ+

ঢাকার বারিধারা এলাকা থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার রাতেই চাঁদপুরসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গনমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের চিত্রলেখা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের পক্ষ থেকে পথচারী, ব্যবসায়ী, ইজিবাইক ও রিকশা চালকসহ নেতাকর্মীদের মাঝে রসগোল্লা বিতরণ করা হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বারিধারায় আত্মীয়ের বাসা থেকে দীপু মনিকে আটক করে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। চাঁদপুরে ও ঢাকায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করা হয়েছে।

গত ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় নামীয় ৫১০ জন ও অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা