শিবগঞ্জে শেখ হাসিনাসহ ৮০ জনের নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, ২৩:১২
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয় ও রেজওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বাদী হয়ে এই মামলা করেন। মামলায় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু (৬২) ও উপস্থাপক ফারজানা রুপাকেও(৫০) আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহ আলম ওরফে সুজাকে ধরে নিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগরে তার মৃতদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। আদালতের বিচারক সুকান্ত সাহা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে আমাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা