সেনাবাহিনীর কাছে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিল স্বপ্ন

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ।
শনিবার (২৪ আগস্ট)বিকালে কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়ন- এর কর্মকর্তাদের হাতে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি । এ সময় স্বপ্নর বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।
স্বপ্ন কর্তৃপক্ষ জানান, স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড । যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে স্বপ্ন । সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি ।
উল্লেখ্য, খাবার পানি, মুড়ি, বিস্কুট ও মশার কয়েলসহ প্রয়োজনীয় বেশকিছু খাবার পণ্য স্বপ্ন’র পক্ষ থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএস)

মন্তব্য করুন