আন্দোলনে গুলিবিদ্ধ কালকিনির রকিবুলের মৃত্যু

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৪:৩৯| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৪:৪৭
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত রকিবুল সরদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রকিবুল সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার দক্ষিণ কামাইপুর গ্রামের কালু সরদারের মেজো ছেলে। তার মৃত্যুতে শোকাভিভূত পরিবার।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রকিবুলের পরিবারে স্ত্রী, ২ মেয়ে, বাবা, ৩ ভাই ও ১ বোন রয়েছে। ভাই-বোনের মধ্যে রকিবুল সরদার মেজো। রকিবুল ঢাকার উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে কাজ করতেন। তার রোজগারের টাকায় সংসার চলতো।

গত ২০ জুলাই বিকালে উত্তর বাড্ডা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের হলে আওয়ামী লীগের সঙ্গে তখন ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ মিছিল দেখতে বাসা থেকে রকিবুল রাস্তায় বের হন। রকিবুল এ সময় দুই পক্ষের মিছিলের মাঝখানে পড়ে যান। তখন আন্দোলনের মধ্যে থেকে পুলিশের একটি ছোড়া গুলি এসে রকিবুলের পেটের সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। এতে করে রকিবুল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শাবনুর বেগম বলেন, ‘আমার স্বামীর ওপর নির্ভরশীল ছিল আমাদের সংসার। এখন আমাদের সংসার কে চালাবে। আমাদের সব শেষ হয়ে গেল। একটি গুলিতে সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল। এখন আমরা কিভাবে বাঁচবো।’

নিহতের মামা এইচ এম মশিউর রহমান জানান, রকিবুল ঢাকায় ফার্নিচারের দোকানে কাজ করে তার সংসার চালাতো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়ার মধ্যে থেকে একটি গুলি রকিবুলকে শেষ করে দিল। তার সংসারের বাতি আজ নিভে গেল।

এ ব্যাপারে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন জানান, রকিবুল মারা গেল, তার পরিবারের এখন কি হবে। আসলে বিষয়টি দুঃখজনক।

(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা