আর্থিকখাত সংস্কারে সহযোগিতা দেবে যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৮:৫৬| আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:২৫
অ- অ+

পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংকিং ও রাজস্বখাত সংস্কারে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে সাক্ষাৎকালীন এ আগ্রহের কথা জানান।

বৈঠকের পর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যুক্তরাজ্য ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব সংস্কার এবং পুঁজিবাজার সংস্কারের মতো সংস্কারে বাংলাদেশকে সাহায্য করতে ইচ্ছুক। এগুলো আমাদের জন্যও খুব উদ্বেগজনক। কারণ, আমরা যদি সেসব সংস্কার না করি তাহলে এটা আমাদের জন্য কঠিন হবে।’

উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা চাই ব্যবসা-বাণিজ্যের উন্নতি হোক। যুক্তরাজ্য সরকার অতীতের মতো আগামী দিনেও সহায়ক হবে বলে আশা করি। আমরা তাদের সাহায্য এবং সহযোগিতার জন্য উন্মুখ।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘যুক্তরাজ্য মূলত অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। ব্রিটেনের বড় বড় ব্যবসায়ীরা দেশের গুরুত্বপূর্ণ বেসরকারী খাতে বিনিয়োগ করেছে।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘তিনি (সারাহ কুক) বাংলাদেশ থেকে আমদানি পণ্যে বৈচিত্র্য আনতে বলেছেন। কারণ বাংলাদেশ মূলত যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোতে আরএমজি আইটেম রপ্তানি করে। আরও বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসার পরিবেশ, ব্যবসা করার সহজতা আনতে হবে। অন্যথায় বেসরকারি খাত আসবে না।’

আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে, তার পাশে থাকবে যুক্তরাজ্য সরকার।’

(ঢাকাটাইমস/২৭আগস্ট/টিটি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
মেঘনা ব্যাংকের অফিসারদের ট্রেইনিং কোর্সের উদ্বোধন
সরকারের ভেতর থেকে নির্বাচন চায় না, মনে করেন রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা