সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, ১৭:১২
অ- অ+

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। তাদের দাবি মেনে নেওয়ার পরও টানা ১১ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখে আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করেন। এক পর্যায়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ ঘটনায় হাসনাত আবদুল্লাহসহ প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তার তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা