নিজেকে নির্দোষ দাবি সাবেক আইজিপি শহীদুল হকের
ছাত্র-জনতার আন্দোলন চলাকলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি শুনানিকালে নিজেকে নির্দোষ দাবি করেন।
বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে শহীদুল হককে আদালতে তোলা হয়। এদিন আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে শহীদুল হক বলেন, “আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি।”
সম্পূর্ণ চাকরিজীবনে মানুষের সেবা করেছেন দাবি করে সাবেক এই পুলিশপ্রধান বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ।”
(ঢাকাটাটইমস/০৪সেপ্টেম্বর/এফএ)