বেনাপোল দিয়ে আবার রেলপথে আমদানি-রপ্তানি শুরু

৪৭ দিন বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আবার রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও রেলপথে বাণিজ্য।
দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বুধবার (৪ সেপ্টেম্বর) রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়।
বন্দরসূত্রে জানা যায়, সড়কপথের পাশাপাশি রেলপথে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে রেলে পণ্য পরিবহন ও পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ রাখা হয়। এ সময় বন্ধ করা হয়েছিল বাংলাদেশিদের ভিসা কার্যক্রম।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থায় স্বাভাবিক হয় দেশ। এতে রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রীসেবা চালুর জন্য ভারতের রেল কর্তৃপক্ষকে গত ১২ আগস্ট চিঠি দেয়। কিন্তু নানান অজুহাতে এত দিন সাড়া দেয়নি ওপার। অবশেষেেআজ ৪ সেপ্টেম্বর রেলপথে পণ্য পরিবহন চালু হলো।
আমদানিকারক মনির হোসেন বলেন, ব্যবসার কাজে প্রায়ই ভারত যেতে হয় ব্যবসায়ীদের। ভিসা বন্ধ থাকায় ভারতে যাতায়াতে অসুবিধায় পড়েছেন ব্যবসায়ীরা। দ্রুত ভিসা চালু করার দাবি জানান তিনি।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। আবার এ বন্দর দিয়ে রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মহসিন মিলন জানান, এ বন্দর দিয়ে ভারত থেকে রেলপথে পাথর, জিপসাম ও সিমেন্ট তৈরির সামগ্রী আমদানির পাশাপাশি এখন গার্মেন্টস, কেমিকেল, মোটরকারসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। ভারতের কলকাতা থেকে সড়কপথে ট্রাকে পণ্য পরিবহনে ৫-৭ দিন লেগে যায়, সেখানে রেলপথে ৩-৪ ঘণ্টায় বেনাপোল বন্দরে পণ্য পৌঁছায়।
বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, মঙ্গলবার ভারত থেকে রেলযোগে ৪২ ওয়াগন জিপসাম সার আমদানি হয়েছে। এর আমদানিকারক হলেন যশোরের নোয়াপাড়া এবি এন্টারপ্রাইজ। রেলপথে খুব দ্রুত যাত্রী যাতায়াত চালু হবে বলে জানান তিনি।
রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার চালু হওয়ার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপপরিচালক রেজাউল করিম জানান, পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ)

মন্তব্য করুন