বিএমডব্লিউ রেখে পুরোনো রঙচটা গাড়িতে নির্বাচন ভবন ছাড়লেন হাবিবুল আউয়াল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৯| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৭
অ- অ+
বাঁ দিকে কালো রঙের বিএমডব্লিউ গাড়ি

দায়িত্ব নেওয়ার আড়াই বছরের মাথায় বিদায় নিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশন।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সিইসিসহ তার নেতৃত্বাধীন কমিশন।

এদিকে পদত্যাগের পর সরকারি বিএমডব্লিউ গাড়ি রেখে তার এক বন্ধুর টয়োটা এলিয়ন মডেলের রঙচটা সাদা একটি প্রাইভেটকারে ইসি ছাড়েন তিনি।

এর আগে দুপর ১২টায় সংবাদ সম্মেলনে আসেন সিইসি হাবিবুল আউয়াল। বিদায়ী বক্তব্যে তিনি তার কমিশনের দায়িত্ব পালনকালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের নানা তথ্য তুলে ধরেন।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

তারা নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা