সালমান আমার প্রথম নায়ক, এখনো ওকে মিস করি: মৌসুমী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩

অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ২৮তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বলেছেন, সালমানকে তিনি এখনো মিস করেন।

মৌসুমীর কথায়, ‘সালমান আমার এমন বন্ধু ছিল, যাকে কোনোদিনই ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। এখনো ওকে খুব মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতো।’

অভিনেত্রী বলেন, ‘সালমান যেদিন মারা যায়, তার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সবাই।’

মৌসুমী আরও বলেন, ‘আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে, এটা অনেক বড় প্রাপ্তি।’

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটির মাধ্যমে একসঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমীর। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’ সিনেমাগুলো তারা একসঙ্গে কাজ করেন। ক্যারিয়ারে মোট ২৭টি সিনেমা করেন সালমান শাহ। যেগুলোর বেশিরভাগই ছিল সুপারহিট।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :