চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৫
অ- অ+

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ সমাবেশ করেছে ‘৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের এ সমাবেশ শুরু হয়।

৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের ভাষ্য, অনেক দেশে চাকরির বয়সসীমা ৩৫ বা তারও বেশি। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশেও চাকরির ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করতে হবে।

সমাবেশে বক্তাদের একজন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ছি না।’

চাকরিপ্রত্যাশীদের এ সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘চাকরিতে প্রবেশের কোনো বয়সীমা থাকা উচিত নয়।’

কেউ যাতে বয়সের কারণে বৈষ্যমের শিকার না হয়, সেটি নিয়ে নির্দিষ্ট নিয়ম চালু করতে সরকারের কাছে আহ্বান জানান মান্না।

আন্দোলনকারীরা ‘এক দুই তিন চার, ৩৫ আমার অধিকার’, ‘পদ্মা মেঘনা যমুনা, ৩৫ আমার ঠিকানা’, ‘৩০ না ৩৫, ৩৫, ৩৫’, ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘বয়স না যোগ্যতা, যোগ্যতা যোগ্যতা’ ইত্যাদি স্লোগান দেন।

শামসুদ্দিন আরমান নামের এক আন্দোলনকারী বলেন, ‘রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা আজকে ভালো নেই। রাষ্ট্রের কর্তারা আমাদের ভালো থাকতে দেয়নি। আমরা যেহেতু ফ্যাসিবাদ দূর করতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই দাবিও পূরণ করে ছাড়ব। আমরা চাই অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেয়া হোক। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আজকে আমরা ঘরে ফিরব না।’

তিনি বলেন, ‘ঘরে গিয়ে আমরা কী করব? আমরা আমাদের ঘরেই তো বোঝা হয়ে আছি।’

দেশে এ মুহূর্তে অনেক ভারতীয় চাকরি করছে দাবি করে শামসুদ্দিন আরমান বলেন, ‘হয় এই ভারতীয়দের চাকরিচ্যুত করুন আর নয় তো আমাদের ক্রসফায়ার দিন। আমরা আর বাঁচতে চাই না।’

তিনি বলেন, ‘আমরা ছেলে মানুষ। আমাদের মেরুদণ্ড আছে, কিন্তু এই সমাজ আমাদের মূল্য দেয় না। আগের সরকার আমাদের মূল্যায়ন করেনি। আমরা চাই নতুন সরকার আমাদের দাবি মেনে নেবে।’

ফিরোজা আক্তার নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘২০১২ সাল থেকে চাকরির ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন চলছে। সরকার আমাদের বারবার আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। এই বছরের শুরুতেও যখন আমরা আন্দোলন করি, তখন আমাদের ওপর হামলা করা হয়েছে। দেওয়া হয়েছে মামলাও, কিন্তু আমরা দমে যাইনি। আমরা আর দমে যাব না।’

তিনি আরও বলেন, ‘আমরা এ সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করব আজকেই আমাদের দাবি মেনে নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/জেআইআর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা