ঢাবির একাডেমিক কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর
ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ২২ সেপ্টেম্বর থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত এক প্রভোস্ট ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এসকে)