অর্ধশতাধিক বন্যার্ত পরিবারকে জাগপা ছাত্রলীগের আর্থিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৯
অ- অ+

সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি— জাগপার সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগ।

রবিবার দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোয়াল ভাউর ইউনিয়নের লামচর গ্রামে জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যার্ত মানুষের মাঝে পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী বলেন, ভারতের আগ্রাসী কৃত্রিম বন্যায় মানুষ আজ অন্ন, বস্ত্র ও বাসস্থানহীন। আমাদের দলের মুখপাত্র রাশেদ প্রধান এর নির্দেশনায় আমরা জাগপা, যুব জাগপা, শ্রমিক জাগপা, মহিলা জাগপা'র পক্ষ থেকে বন্যা পরবর্তী অসহায় মানুষদের মাঝে পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের কাজ শুরু করেছি। সমাজের বিত্তবান মানুষদের আমি এগিয়ে আসার জন্য আহবান জানাই।

জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, খুব দ্রুত সময়ে বানভাসি মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বন্যাকবলিত অঞ্চলে শিক্ষা ও চিকিৎসার মহাবিপর্যয় ঘটবে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা