ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন ফারুক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, “আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটুক্তি করবেন না। এদেশের জনগণ এটা মেনে নেবে না।”
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে ‘খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন। কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটুক্তিপূর্ণ কথা বলবেন বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি, এখনো মানবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পান নাই। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্রজনতা গণআন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নাই।”
তিনি বলেন, “আজ শেখ হাসিনা নাই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরিব দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদেরকে শোষণ না করে।”
জাতীয় সংসদের সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে স্বপদে বহাল আছে। তারা এখনো থাকে কী করে। অবিলম্বে তাদের ব্যবস্থা করুন।”
অবস্থান কর্মসূচিতে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এমআই/এফএ)