টস হেরে আগে ফিল্ডিং করছে সাকিবের দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান প্রস্তুতি সারবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। টনটনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে চারদিনের ম্যাচ খেলেই আবারও জাতীয় দলের ক্যাম্পে ফেরার কথা রয়েছে তার। দীর্ঘ ১৪ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নামছেন সাকিব আল হাসান।

সোমবার (৯ সেপ্টেম্বর) কাউন্টি চ্যাম্পিয়নশিপে টস হেরেছে সারে। প্রতিপক্ষ সমারসেট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেট ক্লাব সারের হয়ে অভিষেক হচ্ছে সাকিব আল হাসানের। তাকে একাদশে রেখেই দল সাজিয়েছে ক্লাবটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে খেলা। এর আগে সাকিবকে বরণ করে নেয় সারে ক্লাব। তাকে ডেব্যু ক্যাপ পরিয়ে দেন সতীর্থ পেসার কেমার রোচ।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে দেশে ফেরেনি সাকিব। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই জানা গিয়েছিল, সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলতে সাকিব ইংল্যান্ডে যাচ্ছেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন সাকিব। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো কাউন্টি খেলতে যান এই টাইগার অলরাউন্ডার। সেবার উস্টারশায়ারের হয়ে ৯টি চারদিনের ম্যাচ খেলেছিলেন সাকিব। উস্টারশায়ারের হয়ে এই ৯ ম্যাচে ৪১২ রান করার পাশাপাশি ৪২টি উইকেটও শিকার করেছিলেন এই অলরাউন্ডার। উস্টারশায়ারে সাকিবের সতীর্থ হিসেবে ছিলেন ইংলিশ তারকা মঈন আলিও।

এরপর ২০১৩ সালে ইংলিশ ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে সেবার ক্লাবটির হয়ে প্রথম শ্রেণী নয়, খেলেছেন টি-টোয়েন্টি ব্লাস্টের ১০ ম্যাচ। তবে লম্বা সময় পর আবারও কাউন্টিতে ফিরলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এবার অবশ্য এক ম্যাচ খেলেই সাকিব সেখান থেকে ভারতে যোগ দেবেন জাতীয় দলের সাথে। তবে কেন তাকে এক ম্যাচের জন্য স্কোয়াডে নেয়া হলো তার ব্যাখ্যা দিয়েছে সারে। ইংলিশ কাউন্টি ক্লাবগুলো মূলত এক ক্রিকেটারের সাথে ৫-৬ ম্যাচের জন্য চুক্তি করে। গত দুই আসরে চ্যাম্পিয়ন সারে, এ মৌসুমে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। মূলত ক্রিকেটার স্বল্পতার কারণে এক ম্যাচের জন্য সাকিবকে দলে অন্তর্ভুক্ত করে সারে।

ক্লাবটির ৮ ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছে কিছু ক্রিকেটার। আর কেউ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিয়ে। এমন অবস্থায় ১৫ জনের স্কোয়াড গঠন করা ক্লাবটির জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে ২০২৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া টম কারেনকে দলে ফিরিয়ে আনা হয়।

দলটির পরিচালক ও সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘সাকিবকে ৪-৫ ম্যাচ খেলার কথা ছিল। তবে একই সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় সাকিবকে এক ম্যাচের জন্য পাচ্ছে সারে। ‘যখন আমাদের কাছে সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ হয়েছে, তখন সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ করবে। যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা।’

সারের একাদশ: রোরি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডেস, বেন ফোকস (উইকেটকিপার), সাকিব আল হাসান, টম কুরান, জর্ডান ক্লার্ক, ক্যাম স্টিল, কেমার রোচ এবং ড্যান ওরাল।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা