চাঁদাবাজ-দখলদারদের ধরিয়ে দেওয়ার আহ্বান বিএনপিনেতা নীরবের

চাঁদাবাজি এবং দখলের সঙ্গে জড়িত থাকলে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো এ দেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন দল করে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিভিন্ন দোকানপাট দখল করছে। তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
সোমবার রাজধানীর শাহজাদপুরে ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, ‘আওয়ামী লীগের ৩০০ এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কারণ তারা এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। অর্থ পাচার করেছে। এদেশের ছাত্রদেরকে হত্যা করেছে। সাধারণ মানুষদেরকে গুম করেছে। তাই তাদের সৎ সাহস নাই এ দেশে থাকার।’
যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় ২ হাজার ৭০০ ছাত্র-জনতাকে হত্যা করেছে। সে একজন হত্যাকারী। তাই অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে। আমরা দেশনেতা রহমানের নেতৃত্বে তাদের সেই সব চক্রান্তকে ধুলিস্যাৎ করে দেবো।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, বাড্ডা থানা যুবদল নেতা বাবুল হোসেন মীর সহ বাড্ডা থানা বিএনপির নেতা কর্মীরা উপস্তিত ছিলেন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন