দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৭
অ- অ+

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ‘উপহার’ সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। এ নিয়ে দুই দফায় দেড় হাজারের বেশি পরিবারের পাশে দাঁড়ালেন এই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৯ আগস্ট) লক্ষীপুর জেলার সদর উপজেলার ৭নং বশিকপুর এবং ৫নং পার্বতীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই উপহার সামগ্রী পৌঁছে দেন বিভাগের শিক্ষার্থীরা।

উপহার সামগ্রীর মধ্যে ৫ দিনের সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট অন্যতম।

এর আগে গত ২৯ ও ৩০ আগস্ট মৌলভীবাজারের দূর্গত এলাকায় প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য ও মেডিসিন বিতরণ করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে বিভাগের শিক্ষার্থীদের ব্যাক্তিগত ও সামষ্টিক উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। তাছাড়া শিক্ষার্থীরা বক্স হাতে নিয়ে বিভিন্ন জায়গা থেকে সরাসরি অর্থ সংগ্রহ করেন। এতে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন।

ত্রান কার্যক্রমের দায়িত্বে থাকা ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ ঈসা ইবনে বেলাল বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই দাঁড়ানোর চেষ্টা করে এসেছে। লোকপ্রশাসন বিভাগের সকল শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলামনাইদের সার্বিক প্রচেষ্টায় দেশের প্রায় পনেরশত পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আমরা প্রত্যাশা করি দেশের সকল অঙ্গনের সকল শিক্ষার্থীরাই দেশের যেকোনো প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিবে এবং দুর্যোগময় মুহূর্তে দেশ ও মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

লোকপ্রশাসন বিভাগের ত্রান কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন আহমেদ তারেক। তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হলে শিক্ষার্থীরা আমার কাছে আসে এবং এ পরিস্থিতিতে কী করা উচিত সে বিষয়ে পরামর্শ চায়।’

ড. মুসলেহ উদ্দীন বলেন, ‘আমিসহ বিভাগের শিক্ষকরা তাদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেন। যার ফলে মৌলভীবাজারে এক হাজার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি লক্ষ্মীপুরেও প্রায় পাঁচশ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভাগের শিক্ষার্থীরা।’

ঢাবির এই সিনিয়র অধ্যাপক আরও বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের শতাধিক শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করে ত্রাণ বিতরণের কার্যক্রমকে যথাযথভাবে বাস্তবায়ন করেছে। এদের প্রত্যেকের প্রতি আমার একান্ত ভালোবাসা এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে আরও ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছি।’

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা