এখনই সময় দায়িত্ব নেওয়ার, এখন না নিলে আর কখন: লিটন দাস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের সামনে এবার ভারত পরীক্ষা। চলতি মাসেই দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফরে যাবে নাজমুল শান্তর দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করেছেন, রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একসময় লিটনকে নিয়ে আফসোসই শোনা যেত বেশি। এখন যত সময় যাচ্ছে, নিজেকে কী আরও বেশি বুঝতে পারছেন?

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। ওরকম অভিজ্ঞতা হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন। সুযোগ পেলেই, আমি বলছি দায়িত্ব নেওয়ার কথা; কিন্তু তার মানে এই না যে প্রতি ম্যাচেই আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার ভুল হতেই পারে।

টেস্টে লিটন নিয়মিতই কিপিং করেন। লম্বা সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে আবার ব্যাট হাতে দায়িত্ব সামলানো প্রসঙ্গে লিটন বলেন, কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। কিপিং একটা পার্ট। যখন ফিল্ডিং করা, তখন সেটা যেমন একটা পার্ট; কিপিংও তেমনই।

ভারত সিরিজ নিয়ে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল দুই দলের ব্যাটিং গভীরতা সম্পর্কে। জবাবে টাইগারদের উইকেটকিপার এই ব্যাটার বলেন, 'আমার কাছে মনে হয় দুই দলের ব্যাটিং গভীরতায় খুবই ভালো। দুই দল যখন খেলবে সাত-আটটা করে মেইন ব্যাটসম্যান থাকবে।'

এরপর লিটন বললেন, 'দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা অতীত হয়ে গেছে। এখান থেকে কনফিডেন্স পেয়েছি, যখন হোমে ইন্ডিয়ার সাথে খেলবো তখন ইন্ডিয়া অলওয়েজ শক্তিশালী দল। আমি বলব না যে খুব চ্যালেঞ্জিং হবে, আবার সহজ হবে। তারা খুব ভালো দল তাদের কন্ডিশনে। টেস্ট ক্রিকেটে যদি তাদের অবস্থানটা দেখেন অনেক উপরে।'

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :