বিসিবির পরিচালক পদ ছাড়লেন সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫
অ- অ+

অনেক আলোচনা, সমালোচনা। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়া কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়।

বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।

এছাড়া ক্লাব ক্রিকেটেও নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। সবশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ডিপিএলে আবাহনীর কোচের দায়িত্বও সামলেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি থেকে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এরপরই বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। সেই তালিকায়ই নাম লেখালেন সুজন।

এর আগে বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা