রবিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বিতীয় দফায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে দলটি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাবেশের আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণ সভা করবে বিএনপি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুই দিনের মাথায় ৭ আগস্ট নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। মাস পেরোতেই আবার দিল সমাবেশের ডাক।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)