বাবার রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন মালাইকা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪

না ফেরার দেশে চলে গেছেন বলিউডের আইটেম তারকা মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি বহুতল ভবনের ষষ্ঠতলা থেকে পড়ে মারা যান তিনি। যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। নায়িকার বাবা আত্মহত্যা করেছেন নাকি কোনো দুর্ঘটনা, তা তদন্ত করছে পুলিশে।

তারই মধ্যে বাবা অনিলের মৃত্যুর বিষয়ে মুখ খুললেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।

মালাইকা লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। যিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদু, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু। আমার পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

নায়িকা আরও লিখেছেন, ‘আপনারা বিষয়টা বুঝেছেন, পাশে আছেন, সে জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়েস, মালাইকা, অমৃতা শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, অ্যাক্সেল, ডাফি ও বাডির তরফ থেকে।’

বুধবার সকালে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর মেলে। সেখানে প্রকাশ করা হয়, বান্দ্রা এলাকার একটা বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দেন অনিল মেহতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ঠিক কী কারণে মৃত্যু সে বিষয়টি স্পষ্ট জানা যায়নি। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, ‘আমরা সবকিছুর তদন্ত করছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা আরও তদন্ত করছি।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :