সমাজে নির্যাতিতা নারীর অবস্থা নিয়ে যা জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২
অ- অ+

বিনোদন জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলছেন অনেকেই। সমাজে নারীর অবস্থানও আলোচনায় উঠে আসছে। মালয়ালম সিনেমার জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে কিছু দিন আগেও একটি রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন।

তারপর থেকেই বিনোদন জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলছেন অনেকে। কোনো নারী নির্যাতনের শিকার হলে, সমাজে তার কী অবস্থা হয়, তাও আলোচনায় উঠে আসছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বললেন অভিনেত্রী আলিয়া ভাট।

আলিয়া সেই সাক্ষাৎকারে দাবি করেন, নির্যাতিতাকেই দোষ দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। যৌন হেনস্থার শিকার হলে নির্যাতিতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

নায়িকা বলেন, ‘আমাদের সংস্কৃতি এমন, যৌন হেনস্থা হলে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। পরিবারও নির্যাতিতার দিকে আঙুল তুলতে থাকে। নির্যাতিতারও নিজের মনে প্রশ্ন ওঠে, ‘কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে?’ এই পুরো বিষয়টাই ভুল।’

তার দাবি, এই জন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন নির্যাতিতারা। কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মার থেকেও হেনস্থার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।’

আলিয়া এই মুহূর্তে তার আসন্ন সিনেমা ‘জিগরা’র প্রচারণায় ব্যস্ত। এই সিনেমায় তাকে একেবারে অন্য রূপে দেখা যাবে। এখানে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও হলিউডের ‘হার্ট অব স্টোন’ সিনেমায়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা