কাজুবাদাম ও কফি চাষের উপকরণ পেলেন রাজস্থলীর কৃষকরা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২
অ- অ+

রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের কাজুবাদাম কফি চাষের উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কাজুবাদাম কপি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ’-এর আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের এসব উপকরণ দেওয়া হয়। কপি কাজুবাদামের চারা, জৈব রাসায়নিক সার, বালাই নাশক, ঘেরবেড়ার জন্য জাল, স্প্রে মেশিন খুঁটি দেওয়া হয় তাদের।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাহাড়ে কাজুবাদাম কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপজেলায় অনেক কৃষক এই চাষে সফলও হয়েছেন। এই বিষয়গুলো বিবেচনা করে সরকার এই জাতীয় চাষের উদ্যোগ নিয়ে থাকেন।

কৃষকরা মনোযোগী হলে এসব চাষের মাধ্যমে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বীও হতে পারবেন বলে আশা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাসসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা